নিজস্ব প্রতিবেদকঃঃ ফেনী সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন বাটলারের মোটরসাইকেল ছিনতাই করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই আওয়ামী লীগ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রাত ৯ টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। যাত্রাসিদ্ধির বলি বাড়ির দরজা নামক স্থানে পৌছলে দূর্বৃত্তরা গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটর সাইকেল ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তার আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা: অসীম কুমার সাহা জানিয়েছেন, নুরুল আমিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা: অসীম কুমার সাহা জানিয়েছেন, নুরুল আমিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।