শহর প্রতিনিধি»সারাদেশের মতো ফেনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ’যুব নেতৃত্বে টেকসই উন্নয়ন;’। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের ডক্টরস্ রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (ভারপ্রাপ্ত) দেবময় দেওয়ান।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাকসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব প্রশিক্ষন কেন্দ্রের কো-অর্ডিনেটর আশ্রাফ হোসেন, এনজিও ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, চাঁড়িপুর মহিলা উন্নয়ন সমিতির সভাপতি তানজিলা বেগম, নারী নেত্রী মর্জিনা বেগম, আরবান ইয়ুথ সোসাইটির সভাপতি লিয়াকত আলী আরমান। অধিদপ্তরের প্রশিক্ষক (মৎস্য) রফিকুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক আলী হোসেন।