ফুলগাজীর ৪শ দোকানে বন্যার পানি, কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক»আবারো প্লাবিত হয়েছে ফুলগাজী বাজার। গত শনিবার থেকে ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ফুলগাজী বাজারের গার্ডওয়ালের উপর দিয়ে বন্যার পানি বাজারের ভেতর প্রবেশ করে।

মুহূর্তে ফুলগাজী বাজারের প্রায় চারশ দোকানে হু হু করে ঢুকে পড়ে বন্যার পানি। এতে প্রায় এক কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানায়।

বন্যার্ত এলাকার বাজার পরিদর্শন করে জেলা প্রশাসক আমিরুল আহসান বাজারের ব্যবসায়ীদের শান্তনা দেন। এ সময় তিনি ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমাকে নির্দেশ দেন।

এ ছাড়া তিনি ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তারও আশ্বাস দেন। অপরদিকে ফুলগাজী সদরের জয়পুর বাজারের পুর্ব পাশে গুরু বাজার ও দৌলতপুরে দুই স্হানে বাধ ভেঙে ফুলগাজীর জয়পুর, ঘনিয়া মোড়া, শাহাপাড়া, দৌলতপুর, বিজয়পুর, বরইয়া, নিলখী, গোসাইপুর, দেরপাড়া, গাবতলা, মনতলাসহ আরো কয়েকটি গ্রাম ব্ন্যার পানিতে প্লাবিত হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com