নিজস্ব প্রতিবেদক» ফুলগাজীর আলোচিত বখাটে রাকিব হোসেনকে ১বছেরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে ফুলগাজী থানা পুলিশ।
আজ (১৫আগষ্ট) সকালে ফুলগাজীর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরার ভ্রাম্যমান আদালতে ব্খাটে রাকিবকে হাজির করা হলে তিনি ১বছরের বিনাশ্রম সাজার আদেশ দেন।
প্রসংগত বখাটে রাকিব ফুলগাজী মহিলা কলেজ ও এর আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে আসা ছাত্রীদের উত্যক্ত করতো। সম্প্রতি ফুলগাজী মহিলা কলেজের এক ছাত্রীকে উত্যক্তর ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা তৈরী হয়।
বখাটে রাকিবের ভয়ে মেয়েটির কলেজে আসা বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে মেয়েটি আবার কলেজে আসা যাওয়া শুরু করে।
বখাটে রাকিব হোসেন উপজেলার ঘনিয়া মোড়া গ্রামের মো বাবুল হোসেনের ছেলে। সে একই ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের নানার বাড়ীতে থাকতো। ঘটনার সত্যতা সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন আহমেদ।