নিজস্ব প্রতিবেদক» মাদকসহ কামরুল হাসান (২০) নামে মাদক ব্যবাসায়ীকে আটক করেছে ফেনীস্থ র্যাব ৭ এর সদস্যরা।
এ সময় তার কাছ থেকে ৩ বোতল বিয়ার, ৫৩বোতল বিদেশী মদ, ২৮বোতল ফেন্সিডিল ও কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ফুলগাজীর মধ্যম মনতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কামরুল ওই গ্রামের মূসা মিয়ার ছেলে।