ফুলগাজীতে মাদক ব্যবসায়ীকে আটক করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক» মাদকসহ কামরুল হাসান (২০) নামে মাদক ব্যবাসায়ীকে আটক করেছে ফেনীস্থ র‌্যাব ৭ এর সদস্যরা।

এ সময় তার কাছ থেকে ৩ বোতল বিয়ার, ৫৩বোতল বিদেশী মদ, ২৮বোতল ফেন্সিডিল ও কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ফুলগাজীর মধ্যম মনতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কামরুল ওই গ্রামের মূসা মিয়ার ছেলে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com