নিজস্ব প্রতিবেদক»ফুলগাজীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ ও খাবার রাখার দায়ে দুটি দোকানের জরিমানা করেন।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা ও স্যানিটারি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর।
এসময় ফুলগাজী বাজারের জালালিয়া সুইটস্ এর মালিককে ২ হাজার টাকা, মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখার স্কয়ার ফার্মেসী মালিককে ৫হাজার ও জননী মেডিকেল হলের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।