ফুলগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩দোকান মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক»ফুলগাজীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ ও খাবার রাখার দায়ে দুটি দোকানের জরিমানা করেন।

সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা ও স্যানিটারি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর।

এসময় ফুলগাজী বাজারের জালালিয়া সুইটস্ এর মালিককে ২ হাজার টাকা, মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখার স্কয়ার ফার্মেসী মালিককে ৫হাজার ও জননী মেডিকেল হলের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com