নিজস্ব প্রতিবেদক» ফুলগাজীর অহিদ উল্যাহ হত্যার ঘটনায় তার ছোট ভাই আব্দুল গনিকে প্রধান আসামী করে দুজনের নামে মামলা করেছে অহিদুল্লাহর বড় ছেলে মো হেদায়াত উল্লাহ।
তবে পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। প্রসংগত সোমবার ফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের নোয়াপুর গ্রামে জায়গা জমি সংকান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আবদুল গনি বড় ভাই অহিদুল্লাহ কে গলাটিপে খুন করে।
ফুলগাজীতে বড় ভাই হত্যা মামলার প্রধান আসামী ছোট ভাই
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : August, 9, 2016, 8:17 pm