নিজস্ব প্রতিবেদক»সম্পতি বিরোধের জেরে ফুলগাজীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই। উপজেলার মুন্সীরহাট ইউনিয়ের নোয়াপুর গ্রামে সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নোয়াপুর কাজী বাড়ির আব্দুল গনির (৬৩) সাথে তার ভাই অহিদ উল্যাহর (৬৫) সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল । ওইদিন বেলা ১২ টার দিকে আব্দুল গনি কয়েকজন সন্ত্রাসী নিয়ে বড় ভাই অহিদ উল্যাহর উপর হামলা চালায়। এসময় গনির ছুরিকাঘাতে অহিদ উল্যাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান। ঘটনার পর পরই ঘাতক গনি পালিয়ে যায়।
ফুলগাজীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই নিহত
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : August, 8, 2016, 8:39 am