ফুলগাজীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক» কিন্ডার গার্টেন এসোসিয়েশন ফুলগাজী শাখার উদ্যোগে জঙ্গীবাদ সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে যাত্রী ছাউনীর পাশে মানবন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম।বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন,ফুলগাজী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো.মহিউদ্দিন,সদর ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক জাকির হোসেন,সদর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম মহিউদ্দিন সামু।

সাংবাদিক কবির আহমদ নাছিরের সভাপতিতে¦ মানবন্ধনে বক্তব্য রাখেন ফুলগাজী শিশু নিকেতনের অধ্যক্ষ এম এ হাসান,ফুলগাজী আইডিয়াল একাডেমীর উপাধ্যক্ষ মো.অহিদ উল্লাহ মজুমদার,ফুলগাজী বিদ্যা নিকেতনের অধ্যক্ষ নিরুপমা বনিক।

মানবন্ধনে ফুলগাজী শিশু নিকেতন,ফুলগাজী আইডিয়াল একাডেমী,ফুলগাজী বিদ্যা নিকেতন ও লিবার্টি কিন্ডার গার্টেনের কয়েকশত শিক্ষার্থী-শিক্ষক অংশ গ্রহন করে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com