পৌরসভা পছন্দ ফুলগাজীবাসীর

নিজস্ব প্রতিবেদক» ফুলগাজীতে পৌরসভা গঠন নিয়ে গন শুনানিতে ফুলগাজীর বেশীর ভাগ জনগন পৌরসভার পক্ষে মত দেন। রবিবার দুপুরে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গন শুনানি করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কিসিঞ্জার চাকমা।

সূত্র জানায় উপজেলার দুটি ইউনিয়ন যথাক্রমে ফুলগাজী সদর ও পাশ্ববর্তী দরবারপুর ইউনিয়ন নিয়ে ফুলগাজী পৌরসভা গঠনের প্রস্তাব করা হয়। দুটি ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ৫২ হাজার।

ফলে পৌরসভা গঠনের সম্ভাব্যতা যাচাই ও স্থানীয় জনগনের মতামত নিতে এর পূর্বে দরবারপুর ও মুন্সীরহাট ইউনিয়নে গনশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে পৌরসভার পক্ষে বিপক্ষে মতামত দেন স্থানীয় জনগন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদে গনশুনানি অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত অধিকাংশ লোকজন পৌরসভার পক্ষে মতামত দিয়ে বক্তব্য দেন বলে সূত্রে জানা যায়। তন্মধ্যে ফুলগাজী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, ফুলগাজী বাজার ব্যবসায় সমিতির সভাপতি কবির কোম্পানি, সাধারনণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু, ফুলগাজী সদর ইউপির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন সামু, গোলাম রাব্বানি ও সদর ইউপির বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ। দরবারপুর ইউপি চেয়ারম্যান আবুল আলম আজমির জানান সরকারি বিধি মোতাবেক ফুলগাজীতে পৌরসভা গঠন হলে আমাদের কোন আপত্তি নেই।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com