ডেস্ক রিপোর্ট»বাংলাদেশের তৃতীয় বাণিজ্যিক সমুদ্রবন্দর হিসেবে পায়রা সমুদ্রবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। পণ্য খালাসের মাধ্যমে বন্দরটির অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার (১৩ আগস্ট) এ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন তিনি।
পায়রা সমুদ্রবন্দর থেকে ভিডিও কনফারেন্সে গণভবনের অনুষ্ঠানে যুক্ত হন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। এরমধ্য দিয়ে নিরাপদ বাল্কপণ্য নদীপথে পরিবহনের মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হলো বলে জানান পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান।
পদ্মা সেতুর পাথর নিয়ে আসা এমভি ফরচুন বার্ড থেকে পণ্য খালাসের মধ্য দিয়ে পায়রার যাত্রা শুরু হলো। এর আগে ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীতে কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্রবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখন থেকে বন্দরে সার্বক্ষণিক কর্মকাণ্ড চলবে।
প্রায় ৬ হাজার একর জমির ওপর বন্দরটি স্থাপিত। বন্দরটি নতুন শিল্পকলকারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি রফতানি প্রক্রিয়া ও শিপবিল্ডিং সেক্টরে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। এক হাজার ১২৮ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালের মধ্যে এই সমুদ্রবন্দর নির্মাণের পুরো কাজ শেষ হওয়ার কথা রয়েছে।