নিজস্ব প্রতিবেদক»পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদরাসায় শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাবুল, ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আবদুর রউপ, পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নুরুল আলম মাসুক, পরশুরাম উপজেলা বিআরডিবি চেয়ায়ারম্যান ইয়াছিন শরীফ মজুমদার প্রমখ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান। এছাড়া নিজকালিকাপুর বশরত উল্লা উচ্চ বিদ্যালয় ও শালধর মোহাম্মদ আলী বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়।