পরশুরামে পুলিশের হাতে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক»পরশুরামের কাউতলী সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময়  আরও ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ । শুক্রবার রাত ৯ টায় কাউতলী সংলগ্ন মুহুরী নদী থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্র জানায়, রাত ৯ টার দিকে মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক ডামিয়ান নাওয়াডুজে(৩৫),ভিক্টর(৩৩) ও আসটেনটাইন ইকতেপাকু(৪২) কে এলাকাবাসীর সহায়তায় পরশুরাম থানার এ এস আই শফিকুর রহমান গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ৩টি পাসপোর্ট জব্দ করে পুলিশ।এর আগে গত ৩ আগষ্ট বিলোনিয়া সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওবাউননি আইডু আবুদীনে (২৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ৩ নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com