নিজস্ব প্রতিবেদকঃঃপরশুরামের শালধর গ্রামের মূহুরী নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান,দুপুর ১ টার দিকে উত্তর শালধর ব্রীজের পাশে মূহুরী নদীতে ভেসে আসা লাশটি ঝোপের সাথে আটকে যায়।
স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পরশুরাম থানা পুলিশকে খবর দেয়।তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।বেশ কয়েকদিন পানিতে থাকায় লাশটির শরীরের অধিকাংশ অংশই পঁচে গেছে।
পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান,বন্যার পানিতে লাশটি ভেসে এসেছে।লাশের ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি কোন ভারতীয় নাগরিকের লাশ বলে তার ধারনা।