পরশুরামে ঘরের দরজা ভেঙ্গে মোটর সাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক»পরশুরামে ঘরের দরজা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান,চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের ডা.তাজ উদ্দিন রাশেদের বাড়ির পেছনের দরজা ভেঙ্গে তার ব্যবহৃত টিভিএস এপাচি আরটি আর ব্রান্ডের(ফেনী ল ১১-৩৩৯২) মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় দুবৃর্ত্তরা।

তাৎক্ষনিক বিষয়টি পুলিশ জানানো হয়েছে।এ ব্যাপারে পরশুরাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com