সোনাগাজী প্রতিনিধি»সোনাগাজীর চর দরবেশে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও নিম্নমানের কাঁচামাল ব্যবহারের অভিযোগে নির্মান কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি হাজী রহিম উল্যাহ।
এলাকাবাসী জানান, উপজেলার চর দরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার দোকান সংলগ্ন স্থানে ৫৬ শতক জায়গা জুড়ে ৪ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে মা ও শিশু হাসপাতালটির নির্মান কাজ শুরু হয়। নির্মান কাজের শুরু থেকে নিম্নমানের ইট, রড, মেটে বালি ব্যাবহার করা হচ্ছে।
স্থানীয়দের শত অভিযোগ সত্ত্বেও ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে স্থানীয়দের অনুরোধে গত শুক্রবার বিকালে ফেনী -৩ অাসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ সরেজমিনে পরিদর্শনে যান।
তিনি নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ চলছে দেখে বিস্ময় প্রকাশ করেন এবং তাৎক্ষনিক নির্মান কাজ স্থগিতের নির্দেশ দেন।
অবশ্য পরে তিনি ঠিকাদারকে উন্নতমানের নির্মান সামগ্রী ব্যাবহার করে কাজ চালু করতে বলেন।
এ ব্যাপারে ঠিকাদার নঈম উদ্দিন জানান, তিনি শিডিউল অনুযায়ী নির্মান সামগ্রী ব্যাবহার করছেন। শনিবার বিকালে স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী অাবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।