নিজস্ব প্রতিবেদক»দাগনভূঞায় অপহরণের ৪ঘন্টা পর ফারজানা আক্তার এলিন নামে মাদ্রাসা ছাত্রীকে (৯) উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলোনিয়া থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। সে জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামের সফি ভেন্ডার বাড়ীর প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।
জানা যায়,সিলোনীয়া রইসা-রহমানীয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী এলিনকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার সামনে থেকে এক নারীসহ কয়েকজন যুবক সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ও দাগনভূঞা থানার ওসিকে অবহিত করেন মাদ্রাসা কতৃপক্ষসহ ওই শিক্ষার্থীর স্বজনরা।
খবর পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ঘন্টা পর বিকাল ৪টার দিকে পাশ্ববর্তী পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া গ্রামের হাজী হাবিব উল্যাহ মিয়ার বাড়ী থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।
পরে এঘনায় জড়িত ওই বাড়ীর আলি আহম্মদের ছেলে নাজিম উদ্দিন ও এক নারীসহ ৩জনকে আটক করা হয়।
অপহরণের কারণ এখনো জানা যায়নি।