দাগনভূঞায় নিখোঁজের ৫ঘন্টা পর ৩বছরের শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃঃনিখোঁজের ৫ঘন্টা পর পানি থেকে দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নে ৩বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় জান্নাতুল বাকি মুন নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল ৩টার দিয়ে ওই ইউনিয়নের সিলোনীয় বাজার থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান না পেয়ে আশপাশের বিভিন্ন এলাকাসহ উপজেলার অধিকাংশ স্থানে মুনের সন্ধান চেয়ে মাইকিং করে তার স্বজনরা।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com