নিজস্ব প্রতিবেদক»দাগনভূঞায় ট্রাক চাপায় গুরুতর আহত হয়েছেন ৩প্রাইভেটকার যাত্রী। বুধবার উপজেলার দুলা মিয়া কটন মিল সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়,স্টার লাইন গ্রুপের একটি প্রাইভেট গাড়ীকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে সেটি ধুমড়ে মুছড়ে যায়।
এতে প্রাইভেট গাড়ির চালকসহ ৩ জন আহত হয়। গাড়ীটি নিয়ে অফিসিয়াল কাজে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল গ্রুপের কর্মকর্তারা।