নিজস্ব প্রতিবেদক»গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার ফেনী সালাম স্টেডিয়ামে ফেনী মডেল হাই স্কুলকে একমাত্র গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জ ন করে স্কুলটি।
৯০ মিনিটের খেলায় প্রথমার্ধে ছাগলনাইয়ার পক্ষে গোলটি করেন লালিনচা চাকমা। খেলা পরিচালনা করেন দিলিপ দাশ,জসিম উদ্দিন ও তৌহিদুল ইসলাম তুহিন।
বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে মাঝে পুরস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) আমিন উল আহসান। আগামী ২ অক্টোবর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের খেলায় বান্দরবানের মোকাবেলা করবে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল।