জেলা চ্যাম্পিয়ন ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক»গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার ফেনী সালাম স্টেডিয়ামে ফেনী মডেল হাই স্কুলকে একমাত্র গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জ ন করে স্কুলটি।

৯০ মিনিটের খেলায় প্রথমার্ধে ছাগলনাইয়ার পক্ষে গোলটি করেন লালিনচা চাকমা। খেলা পরিচালনা করেন দিলিপ দাশ,জসিম উদ্দিন ও তৌহিদুল ইসলাম তুহিন।

বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে মাঝে পুরস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) আমিন উল আহসান। আগামী ২ অক্টোবর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের খেলায় বান্দরবানের মোকাবেলা করবে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com