জিপিএ ৫ পেয়েছে ‘সাতখুন’র শিকার নজরুলের ছেলে

ডেস্ক রিপোর্ট»নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাতখুনের শিকার নাসিক কাউন্সিলর নজরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম নাঈম এবারের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

তারিকুল ইসলাম নাঈম রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ গোল্ডেন জিপিএ ফাইভ লাভ করেছে। তার এই সফলতা এসেছে মা কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটির অনুপ্রেরণায়। দৃঢ় প্রতীজ্ঞ নাঈম বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

সে ভবিষ্যতে বৈমানিক (পাইলট) হতে আগ্রহী। তবে তার আক্ষেপ, তার ভাল রেজাল্ট তার বাবা নজরুল ইসলামকে দেখাতে পারেননি। এর আগেই ঘাতকরা তার বাবার প্রাণ কেড়ে নিয়েছে।

প্রসঙ্গত ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনির”জ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com