জিএম হাটে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক»ফুলগাজীর জিএমহাট বাজারের মাংস বিক্রেতা মোঃ শাহজাহান সাজুকে ছিনতাই মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ীরা।

রবিবার দুপুরে জিএমহাট বাজারের মেইন রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলম বাচ্চু,ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন ভূঞা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বেলাল,জিএমহাট বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মিলন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামসেদ আলম পারভেজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংগঠিত কাপড়ের গাড়ি ছিনতাই মামলা দিয়ে শুক্রবার সকালে নিরপরাধ ব্যবসায়ী শাহজাহান সাজুকে আটক করে দিনভর থানায় রেখে শনিবার জেলে প্রেরন করেছে। তারা অবিলম্বে সাজুর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com