জাতীয় শোক দিবসে রেলওয়ে শ্রমিক লীগের মিলাদ মাহফিল

শহর প্রতিনিধি» বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল করেছে রেলওয়ে শ্রমিক লীগ ফেনী শাখা।

১৫ আগষ্ট বিকালে ষ্টেশন চত্তরে আয়োজিত শোক সভায় প্রধান বক্তা ছিলেন ষ্টেশন মাষ্টার মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিলো পাকিস্তানি দালালরা কিন্তু তা সফল হয়নি। বঙ্গবন্ধুর অবদান ও রক্তের ঋন আমরা শোধ করতে পারবোনা। বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালির ছায়াস্বরুপ।

শ্রমিক লীগ কার্যকরি কমিটির সভাপতি ফকরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেন্টেনেন্স অব সিগন্যাল কর্মকর্তা মাজেদ খন্দকার, নিরাপত্তা বাহিনির ইনচার্জ সাইদুর রহমান, রেলওয়ে কর্মকর্তা কফিল উদ্দিন প্রমুখ।
শোক সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেলওয়ে জামে মসজিদের সহকারী ইমাম নেয়ামত উল্যাহ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com