নিজস্ব প্রতিবেদক» বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাতাদাত বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ায় শোক র্যালি বের করা হয়। ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে র্যালিটি শুরু করে পৌর শহরের জিরো পয়েন্ট ঘুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, ইউএনও জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, টিএইচও নুরুল আমিন জাহাঙ্গীর, ওসি রাশেদ খাঁন চৌধুরী, ওসি (তদন্ত) আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সামছুদ্দিন বুলু মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, ফায়ার স্টেশন অফিসার মাহমুদুল হক, মৎস্য কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা শাখাওয়াত হোসেন প্রমুখ।
এছাড়া র্যালিতে বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।