জঙ্গী ও সন্ত্রাস দমনে অভিভাবকদের ভুমিকা অনেক বেশী – ফেনী পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক»জঙ্গী ও সন্ত্রাস দমনে পুলিশের চেয়ে সকল নাগরিক ও অভিভাবকদের ভুমিকা অনেক বেশী।মাদক বিক্রেতা ও সেবনকারীদের দমন করতে হলে আপনাদের সর্বাত্মক সহযোগীতা করতে হবে। পুলিশের পক্ষে একা তা দমন করা সম্ভব নয়। রবিবার দুপুরে ছাগলনাইয়া থানা উদ্যোগে থানা কম্পাউন্ডে ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে ফেনী পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম কথাগুলি বলেন।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলার সহকারী পুলিশ সুপার(ফেনী সার্কেল) আমিরুল আলম,উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ইউএনও জেসমিন আক্তার,পৌর মেয়র মোঃ মোস্তফা,ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়েজ আহম্মদ বিএ। এ সময় আরো উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের উপজেলা সহ সভাপতি সামছুউদ্দিন বুলু মজুমদার,সাবেক উপজেলা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুল,জেলা শিল্প ও বানিজ্য সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার,উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার,সাধারন সম্পাদক কাজী ওমর ফারুক,ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক,পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী,শুভপুর ইউপি চেয়ারম্যান কামাল মজুমদার,রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব,ছাগলনাইয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,বিভিন্ন স্কুল ,কলেজ ও মাদ্রাসার প্রধানবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগন, মন্দিরের পুরোহিতগন,হিন্দ বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ছাগলনাইয়া উপজেলা সভাপতি লেঃ(অবঃ)নেপাল চন্দ্র নাথ,ছাত্রলীগের উপজেলা সভাপতি জিয়াউল হক দিদার,পৌরসভার কাউন্সিলরবৃন্দ,ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,জঙ্গী,সন্ত্রাস ও মাদক দ্রব্য বিক্রেতা বা সেবনকারীদের দমন করতে হলে আজকের পর থেকে ছাগলনাইয়া কোন নাম্বার বিহীন মটরসাইকেল বা মটর যান রাস্তায় থাকতে পারবে না,অপরাধীদের চিহ্নিত করতে হলে পুলিশ সহযোগিতা করতে হবে পুলিশের একার পক্ষে সব অপরাধী ধরা সম্ভব নয়।জঙ্গী প্রতিরোধে ক্ষেত্রে মসজেদের ইমাম এবং অভিভাবকদের প্রতি কিছু নির্দ্দেশনা দিয়েছেন।

বাড়ীর মালিকদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে ভাড়াটিয়া তথ্যচক পুরণ করে থানায় জমা দেয়ার অনুরোধ করেন। জঙ্গী,সন্ত্রাস ও মাদক সংক্রান্ত ব্যাপারে পুলিশের সহযোগিতা কামনা করে ব্যর্থ হলে এপি অফিসের কন্টোল রুমে জানানোর জন্য অনরোধ জানান।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com