জঙ্গিবাদ রুখতে জনগণকে পাশে চান ফেনীর পুলিশ সুপার

শহর প্রতিনিধি» জঙ্গিবাদ রুখতে জনগণকে পাশে চান ফেনীর পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম ।

তিনি বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় পুলিশ বিভাগ সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে আলেম-ওলামা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, হিন্দু সম্প্রদায়ের পুরোহিত-সেবায়েত সহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকদের সাথে মতবিনিময় করেছি।

জেলা পুলিশের ডাকে স্বত:স্ফূর্ত সাড়া দিয়েছেন বলে ইনশাআল্লাহ ফেনীতে কোন ঘটনা সংগঠিত হয়নি। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে পুলিশ প্রশাসনের পাশে থাকেন আমরা আশা করি জঙ্গিবাদকে রুখে দিতে পারবো।

বুধবার ফেনী শহরের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোরশেদ, মহিপাল সরকারি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, মহিপাল ফল আড়ৎদার মালিক সমিতির সভাপতি একে আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী কোব্বাত আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জহির উদ্দিন, মহিপাল তৈয়বিয়া নুরিয়া দাখিল মাদরাসার সুপার অলি আহম্মদ প্রমুখ। মানববন্ধনে মহিপাল সরকারি কলেজ, চাঁড়িপুর কোব্বাত আহম্মদ উচ্চ বিদ্যালয় ও মহিপাল তৈয়বিয়া নুরিয়া দাখিল মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহন করে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com