ছাগলনাইয়া প্রেসক্লাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক»জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ছাগলনাইয়া প্রেসক্লাব। বৃহঃবার ক্লাবের সভাপতি কামরুল হাসান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নুরুজ্জমান সুমন, সহ-সভাপতি ও ছাগলনাইয়া ডট কম ও জাগো ফেনীর সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ গাজী রাজ্জাক হোসেন সুমন, সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া, দপ্তর সম্পাদক কামরুজ্জমান সাহেদ, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক আবদুল হালিম, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এএস এম আরিফ চোধুরী জিকু, সদস্য জিয়াউল হক বাপ্পী, কামাল হোসেন, খলিলুর রহমান প্রমুখ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com