নিজস্ব প্রতিবেদক» এক যুগ পর এবার ছাগলনাইয়া পৌরসভায় উদযাপিত হয়েছে জাতীয় শোক দিবস। সোমবার বঙ্গবন্ধুর ৪১তম মৃতু্যবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে পৌরসভায় দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে পৌর মেয়র এম মোস্তফা। ওইদিন পৌরসভাকে বিশেষভাবে সাজানো হয়েছিল।
পৌরসভা গেইটে লাগানো হয়েছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
পৌসভা মিলনায়তনে আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনার। মিলাদ ও আলোচনায় পৌরসভার সকল কাউন্সিলর ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী, মানবাধীকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেয়।
মেয়র এম মোস্তফা জানান, তার আগের মেয়র ১যুগ সময়ে কোন বছর পৌরসভায় শোক দিবস পালন করেনি। তিনিই প্রথম পৌরসভায় শোক দিবসের প্রোগ্রামরে আয়োজন করেন। আগামী বছর শোক দিবস উপলক্ষে তিনি আরো ব্যাপক আয়োজন করবেন বলে ছাগলনাইয়া ডট কমকে জানান।