নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়ায় ফুটপাত থেকে শতাধিক দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহঃবার দুপুর থেকে পৌর শহরের জমদ্দার বাজারের বিভিন্ন স্পট থেকে এসব দোকানঘর উচ্ছেদ করা হয়।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন পেশকার আবুল কাসেম।
এসময় অবৈধ পার্কিয়ের দায়ে একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্টো উ ১২-০৩৫০) ৫শ টাকা জরিমানা করা হয়।
কিছুদিন আগে বাজার ও আাদালত এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু সংখ্যক দোকান উচ্ছেদ করা হয়।