নিজস্ব প্রতিবেদক»সীমান্ত এলাকায় জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ বডার গার্ড ব্যাটালিয়ন ফেনীর উদ্যোগে রবিবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
৪ বডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি উত্তর পূর্ব রিজিয়ন সরাইলের রিজিয়ন কমান্ডার ব্রিগেড়িয়ার জেনারেল কাজী মাসরুল উল্লা, পিএসসি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী আহসানুজ্জামান, ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মোঃ মোস্তফা, জেলা মাদক নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক দিলিপ কুমার দেবনাথ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও জেসমিন আক্তার, ওসি রাশেদ খান চৌধুরী। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, চোরা চালান, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিজিবিকে সহযোগিতা করার আহবান জানান।