নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়ায় মুক্তা (১২) নামে কিশোরীর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহঃবার বিকেলে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস সংলগগ্ন নছু মিজির বাড়িতে এ ঘটনা ঘটে। মুক্তা ওই বাড়ির মহিউদ্দিনের মেয়ে ও মৌলভী সামছুল করিম মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী।
মুক্তার পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর মুক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খুজাখুজির পর পুকুরে তাকে ভাসতে দেখে বাড়ির লোকজন।
উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ওইদিন এশার নামাজের পর তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।