কামরুজ্জামান সাহেদ»ছাগলনাইয়ায় ফুটপাত থেকে আরো দু’শ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদকৃত দোকানগুলোর মধ্যে রয়েছে ফলের দোকান, চায়ের দোকান, বিড়ি সিগারেটের দোকানসহ বিভিন্ন কমমূল্যের পণ্যের দোকান। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার আদালত পরিচালনা করেন।
এছাড়া অবৈধভাবে পার্কিং এর দায়ে ওরিয়ন ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যন (ঢাকা মেট্রো ম ৫১-৫৫৯৪) এর চালককে ৫শ টাকা, ইনসেপ্টা ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যান চালককে ৫শ টাকা জরিমানা করেন। প্রসংগত, ছাগলনাইয়া জমদ্দার বাজারে গতকালও অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত প্রায় ১শ স্থাপনা উচ্ছেদ করে। এর আগেও প্রায় ১শ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।