ছাগলনাইয়ায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়ায় জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিন উল আহসান। ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঞা সহকারী কমিশনার (ভূমি) শিল্পি রাণী রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ। অনুষ্ঠানে উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ২০১৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সনদ ও ১হাজার টাকা করে দেয়া হয়। এছাড়া ৭ম শ্রেণি থেকে ১০ম  শ্রেণি পর্যন্ত ২০৮জন শিক্ষার্থীকে ৫শ টাকা করে দেয়া হয়। সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ৫৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৮৫হাজার ৮শ টাকা শিক্ষা উপবৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com