ছাগলনাইয়ায় উদ্ধারকৃত জায়গায় লাগানো হচ্ছে গাছ

নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়া উপজেলা কমপ্লেক্সের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত জায়গায় গাছ লাগানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ও পৌর মেয়র মুহাম্মদ মোস্তফা উদ্ধারকরা জায়গা পরিদর্শন করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন।

রাস্তার পাশে ইতোমধ্যে এনে রাখা হয়েছে সিমেন্টের রিং ও নানা জাতের চারা। স্থানীয়রা নির্বাহী কর্মকর্তা ও মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সব বেদখল হওয়া জায়গা উদ্ধার করে বৃক্ষ রোপনের উদ্যোগ নেয়া উচিত বলে তারা মত প্রকাশ করেন।
প্রসংগত ছাগলনাইয়া উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশের জায়গাগুলোতে দোকান ও স্থাপনা তৈরী করে দখলে রেখেছিল কিছু অসাধু ব্যক্তি।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওইসব অবৈধ স্থাপনা ও দোকান ঘর উচ্ছেদ করে,জায়গাগুলো উদ্ধার করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com