ছাগলনাইয়ায় অবৈধ গ্যাস লাইন অপসারন

নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়ায় ৪শ ফুট অবৈধ গ্যাস সংযোগ লাইন অপসারন করেছে ফেনী বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আফজল মুন্সী সড়ক থেকে এগুলো অপসারন করা হয়। অভিযান পরিচালনা করেন, ফেনী বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশনের ব্যবস্থাপক মোঃ শহিদ উল্যাহ। নাম প্রকাশে অনুচ্ছুক এক ভূক্তভোগী জানান, শিপন নামের একজন ঠিকাদারকে তারা ১০/১৫টি পরিবার প্রত্যেকে গড়ে ৫০-৬০ হাজার টাকা করে দেয়। ঠিকাদান অফিস থেকে লাইনগুলোর অনুমোদন নিয়েছিল কিনা তা তারা জানতেন না। ব্যবস্থাপক মোঃ শহিদ উল্যাহ জানান, অবৈধ গ্যাস লাইন অপসারণ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com