নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়া পৌরসদরের জমদ্দার বাজারের ফুটপাতে লাগানো হচ্ছে নানান জাতের ফুলের গাছ। শনিবার রাতে ইউএনও জেসমিন আক্তার ফুটপাতে ফুল গাছের চারা লাগিয়ে এ কার্যক্রম শুরু করেন। এর আগে সকাল থেকে ফুটপাতে এনে রাখা হয় সিমেন্টে রিং।
এরপর সেগুলো মাটি দিয়ে ভরাট করে রাখা হয়।
ইউএসও জেসমিন আক্তার জানান দখলমুক্ত করা জায়গায় যাতে কেউ আবার অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন।
প্রসংগত, গত দুদিনে ছাগলনাইয়া জমদ্দার বাজারে অভিযান চালিয়ে ফুটপাতের ওপর নির্মাণ করা প্রায় ৩শ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত।