চাঁড়িপুরে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

শহর প্রতিবেদক» ‘ধর্মের নামে মানুষ হত্যা মহাপাপ, জঙ্গীবাদের ভূমি এই বাংলাদেশে নয়, সন্তানের মাঝে জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরীতে পরিবারই হোক প্রথম পাঠশালা’ এই শ্লোগানকে নিয়ে দেশব্যাপী জঙ্গীবাদ বিরোধী সচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে রবিবার চাঁড়িপুর আলহাজ্ব কোব্বাদ আহম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুর আজম ও দাতা সদস্য নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সার্বিক সহযোগিতায় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এ.কে.এম জহির উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, সিনিয়র শিক্ষক মোঃ শাহাজাহান, এ এস এম আব্দুল্লাহ, মমিনুল হক, ঝর্ণা রাণী তরফদার, জুনিয়র শিক্ষক ফজিলত আক্তার, মন্নি রায়সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com