চট্টগ্রামের কর্নফুলী এলাকায় অ্যামোনিয়া গ্যাস পাইপ ফেটে শত শত মানুষ আক্রান্ত

ডেস্ক রিপোর্ট»চট্টগ্রামের কর্ণফুলী নদীর অপর পাড় আনোয়ারা উপজেলায় অবস্থিত ডাই অ্যামোনিয়া ফসফেট (ড্যাপ) কারখানার গ্যাসলাইনে পাইপ ফেটে চারিদিকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এতে অসুস্থ হয়ে পড়তে শুরু করেছে অসংখ্য মানুষ। সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

গ্যাস পাইপে ফাটল সৃষ্টির পর কারখানার আশেপাশের গ্রামসহ কয়েক কিলোমিটার দূরে নগরীর পতেঙ্গা, বন্দর হালিশহর ও আগ্রাবাদ এলাকার শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানিয়েছেন, রাত ১টা পর্যন্ত অসুস্থ হয়ে পড়া ৩৫ জন নারী-পুরুষ ও শিশুকে সেখানে ভর্তি করানো হয়েছে।

ড্যাপ’র ব্যবস্থাপনা পরিচালক অমল বড়ুয়া জানিয়েছেন, রাতে ড্যাপ-১ কারখানার গ্যাস পাইপ লিক হয়ে বাতাসের সাথে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ার কারণে লোকজন আক্রান্ত হচ্ছে। লিক হওয়া পাইপ দ্রুত মেরামতের চেষ্টা চলছে।

এদিকে, খবর পেয়ে নগরীর বিভিন্ন ইউনিট থেকে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি গাড়ি কারখানাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন আগ্রবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমাদের বেশ কয়েকটি গাড়ি ছুটে গিয়ে কাজ করছে।’

আনোয়ারা উপজেলার স্থানীয় সুত্রে জানা গেছে কারখানার আশেপাশের গ্রামে আক্রান্ত হয়ে অন্তত অর্ধশত মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com