গোলাম আযমের ছেলে আযমীকে আটক, দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক»যুদ্ধ অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে মৃত্যু হওয়া সাবেক জামায়াত আমির গোলাম আযমের ছেলে বিগ্রেডিয়ার জেনারেল (চাকরিচ্যুত) আব্দুল্লাহিল আমান আযমীকে ডিবি পুলিশ আটক করেছে বলে তার পরিবার দাবি করেছে।

সোমবার (২২ আগস্ট) রাত ১১টার পর রাজধানীর ১১৯/২ মগবাজারের বাসা থেকে তাকে আটক করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে তাকে আটকের বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি।

রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘পুলিশ তাকে আটক করেনি।’

পরিবারের দাবি, তাদের বাসায় রাত ৯টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন আব্দুল্লাহিল আমান আযমীকে আটক করে। পরে রাত ১১টার পর তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

।। বাংলা নিউজ

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com