নিজস্ব প্রতিবেদক» ফুলগাজীতে খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির সামনে জাতীয় শোক দিবসের সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করেছে আওয়ামীলীগ। গত বছরও একইস্থানে শোক দিবসের কর্মসূচী পালন করেছিল উপজেলা আওয়ামী লীগ। এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মুত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে দক্ষিণ শ্রীপুর খালেদা জিয়ার বাড়ির সামনে মধু দরবেশের মাজার সংলগ্ন স্থানে উপজেলা আওয়ামী লীগের এ আয়োজন।
সকোলে আলোচনা সভা ও খালেদা জিয়ার আত্মীয় সাবেক ইউপি চেয়ারম্যন মহিউদ্দিন সামুর বাড়ীতে কাঙালি ভোজ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটৌকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বিশেষ অতিথি থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন,জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করবেন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন ও পরিচালনা করবেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম। ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম জানান, কাঙালি ভোজ উপলক্ষে ৪টি গরু কেনা হয়েছে। এছাড়াও শোকসভার সকল প্রস্তুতি ও সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।