এমপি মোশারফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ফেনী বিএনপির মিলাদ মাহ্ফিল

শহর প্রতিবেদক» বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোশারফ হোসেন স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। বিএনপি নেতা এডভোকেট খাজা মাঈন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ মিজানুর রহমান, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু, চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এড. মফিজুর রহমান, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী জান্নাতুল ফেরদৌস মিতা, সোনাগাজী পৌর বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন গঠন।
জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরশুরাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্যাহ, দাগনভ‚ঞা উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম বাহাদুর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা পরিবহন মালিক গ্রæপ নেতা মোজাম্মেল হক চৌধুরী, সাবেক ছাত্র নেতা তপন কর, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খুরশিদ আলম হারুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল আলম জহির, এড. মোহাম্মদ আলা উদ্দিন, ভিপি বেলাল, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুর হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আবুল খায়ের লিংকন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, পৌর ছাত্রদলের আহবায়ক নুর ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সদর থানা ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com