ইসলামী ব্যাংক পরশুরাম শাখায় বৃক্ষরোপন কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি» ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পরশুরাম শাখার উদ্যোগে রোববার শেখ কামাল কমিউনিটি সেন্টারে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

শাখার ব্যবস্থাপক ও এসপিও মুহাম্মদ নুরুল্ল্যাহ সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের নোয়াখালী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ জোন মোহাম্মদ উল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা প্রাণি স¤পদ কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান ও আরডিএস জোনাল অফিসার মোসলেহ উদ্দীন ।

প্রধান অতিথি ব্যাংকের কল্যাণ মূলক কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং বিশেষ অতিথি ব্যাংকের এ কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান । অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ অলিউল্যাহ ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com