প্রেস বিজ্ঞপ্তি» ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পরশুরাম শাখার উদ্যোগে রোববার শেখ কামাল কমিউনিটি সেন্টারে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
শাখার ব্যবস্থাপক ও এসপিও মুহাম্মদ নুরুল্ল্যাহ সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের নোয়াখালী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ জোন মোহাম্মদ উল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা প্রাণি স¤পদ কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান ও আরডিএস জোনাল অফিসার মোসলেহ উদ্দীন ।
প্রধান অতিথি ব্যাংকের কল্যাণ মূলক কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং বিশেষ অতিথি ব্যাংকের এ কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান । অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ অলিউল্যাহ ।