আন্তর্জাতিক ডেস্ক»ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৭ জনে দাঁড়িয়েছে।
এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছে, বুধবারের ৬ দশমিক ২ মাত্রার সেই ভূমিকম্পে আমেত্রিস শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে মারা গেছেন ৮৬ জন।
এরই মধ্যে সেখানে উদ্ধারকাজে ভারি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। খালি হাতেও ধ্বংসস্তূপ পরিষ্কারের চেষ্টা করছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের চিকিৎসা এবং সর্বোচ্চ সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম্ব্রিয়া, লাজিয়া আর লা মার্সের মতো ছোট ছোট পাহাড়ি শহরগুলো।
সেদেশের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, বুধবার ভূমিকম্পের পর আরো কমপক্ষে ২শ’ বার অনুকম্পন হয় সেখানে। এর আগেও ২০০৯ সালে ইতালিতে ভূমিকম্পে ৩শ’ মানুষের মৃত্যু হয়।