সদর প্রতিনিধি»মূল্যবান কাগজপত্র, সার্টিফিকেট,নগদ টাকাসহ আগুনে পুড়ে গেছে ফেনী সদর উপজেলার মোটবী সবুজ সাথী কিন্ডার গার্টেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্কুলের জমির দলিল,সমাপনী পরীক্ষার মূল সনদ,নগদ ১০ হাজার টাকা। শুক্রবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনায় স্কুলের সহ সভাপতি মোঃ জাফর উল্যাহ শুক্রবার বিকালে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী ( নং-৫৮৮) করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান আগুনে পুড়ে স্কুল ঘরটি মাটির সাথে মিশে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই স্কুল ঘরটি মূল্যবান কাগজপত্রসহ পুড়ে যায় বলে তিনি জানান।
আগুনে পুড়ে গেছে মোটবীর সবুজ সাথী কিন্ডার গার্টেন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : August, 13, 2016, 1:21 pm