অনলাইন পত্রিকা বর্তমানে শক্তিশালী গণমাধ্যম-ফেনী জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক» ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেছেন অনলাইন পত্রিকা বর্তমান সময়ে শক্তিশালী গণমাধ্যম। ডিজিটাল বাংলাদেশ গঠনে, সমাজ ও রাষ্ট্রে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অনলাইন পত্রিকা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। তাৎক্ষণিকতা থাকায় অনলাইন পত্রিকার সাংবাদিকদের সংবাদ পরিবেশনে খুবই যত্নবান হতে হবে।  ফেনী অনলাইন প্রেস ইউনিটির নব নির্বাচিত কমিটির একটি প্রতিনিধি দল  মঙ্গলবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।  এসময়  উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা। ফেনী অনলাইন প্রেস ইউনিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,নব-নির্বাচিত সভাপতি ও ছাগলনাইয় ডট কম ও জাগো ফেনী‘র সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্ট সম্পাদক এস এম ইউসুফ আলী, সহ-সভাপতি ও আজকের সময় সম্পাদক এম শরিফ ভূঞা,সহ-সাধারণ সম্পাদক ও আলোকিত সময় সম্পাদক ছিদ্দিক আল মামুন প্রমুখ। এসময় জেলা প্রশাসক বলেন,অনলাইন সংবাদ মাধ্যমগুলো ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করছে।তাই তিনি সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যতœবান হওয়ার আহবান জানান।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com